বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগপত্র ২০২৩
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগপত্র ২০২৩ – বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (imed) এর বিভিন্ন পদের নিয়োগপত্র – ০৬/০৭
যোগদানঃ ৬ জুলাই ২০২৩
নিয়োগপত্র [বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ‘কম্পিউটার অপারেটর’ পদে যোগদান সংক্রান্ত]
নিয়োগপত্র [বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ‘ডাটা এন্ট্রি- কন্ট্রোল অপারেটর’ পদে যোগদান সংক্রান্ত]
নিয়োগপত্র [বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ‘অফিস সহায়ক’ পদে যোগদান সংক্রান্ত]
অফিসিয়াল ওয়েবসাইট: www.imed.gov.bd
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগপত্র ২০২৩
অফিস আদেশ – পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে নিম্নবর্ণিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল- ২০১৫ এর ২০তম গ্রেড ৮,২৫০ – ২০,০১০/- টাকা স্কেলে তৎসহ প্রদেয় অন্যান্য সুবিধাদিসহ নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে অস্থায়ীভাবে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগ করা হলো। তাদেরকে আগামী ০৬/০৭/২০২৩ তারিখে যোগদান করতে হবে।
আরও পড়ুন: ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ২০২৩
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ নিয়োগের শর্তাবলী
যোগদানের সময় যোগদান পত্রের সাথে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন (ডোপ টেস্টসহ) জমা দিতে হবে। ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে কোন বিরূপ তথ্য পাওয়া
গেলে তাদের নিয়োগ সরাসরি বাতিল হবে।
চাকরিতে যোগদানের পর প্রার্থীর ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে, এতে চরিত্র ও প্রাক পরিচয় সম্পর্কে কোন বিরূপ মন্তব্য পরিলক্ষিত হলে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে ।
তাদের ‘অফিস সহায়ক’ পদে যোগদানের তারিখ হতে ০২ বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। শিক্ষানবিশ মেয়াদকালে তাদের আচরণ ও কর্ম সন্তোষজনক বিবেচিত হলে এবং চরিত্র ও পূর্ব পরিচয় সম্বন্ধে তদন্ত প্রতিবেদনে কোন বিরূপ তথ্য না থাকলে তাদের চাকরি স্থায়ী করা হবে।
মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি ও প্রতিবন্ধী কোটায় নিয়োগপ্রাপ্তদের সনদপত্রে কোন প্রকার ত্রুটি বা অসামঞ্জস্য পরিলক্ষিত হলে এ নিয়োগ বাতিল বলে গণ্য হবে। তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নিয়োগ আদেশ জারি করা হলো ।
চাকরিতে যোগদানের জন্য কোন প্রকার টিএ/ ডিএ দেওয়া হবে না।
সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) :
১। অতিরিক্ত সচিব (প্রশাসন), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা।
২। উপসচিব (প্রশাসন-৩), আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা। সচিবের একান্ত সচিব, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা।
৩। (সচিব মহোদয়ের সদয় অবগতির জন্য)।
৪। সিনিয়র সহকারী সচিব (প্রশাসন- ১) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা।
৫। সিনিয়র প্রোগ্রামার, সমন্বয় ও এমআইএস সেক্টর, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা (আইএমইডি’র ওয়েব সাইটে প্রকাশের অনুরোধসহ)।
৬। চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, সিজিএ ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
৭। হিসাবরক্ষণ কর্মকর্তা, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, শের-ই-বাংলা নগর, ঢাকা।
৮। মোঃ মোস্তফা কামাল, পিতা- মোঃ ফরহাদ হোসেন, গ্রাম- বাউসি বাজার, পোস্ট অফিস- বাউসি বাঙ্গালী (পোস্ট কোড- ২০৫২), উপজেলা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর।
৯। কমল চন্দ্র রায়, পিতা- বিনোদ চন্দ্র রায়, গ্রাম- আলোকদিহি, পোস্ট অফিস- আলোকদিহি (পোস্ট কোড- ৫২৪০), উপজেলা- চিরিরবন্দর, জেলা- দিনাজপুর।
১০। ইকবাল, পিতা- আঃ হান্নান, গ্রাম- চারিতালুক, পোস্ট অফিস- আটলাপুর বাজার (পোস্ট কোড- ১৭২০), উপজেলা- রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ।
১১। বিল্লাল হোসেন, পিতা- মোঃ শহিদুল ইসলাম, গ্রাম- ছোট বসন্তপুর, পোস্ট অফিস- নিশ্চিন্তপুর (পোস্ট কোড – ৭৪৩২), উপজেলা- শার্শা, জেলা- যশোর।
১২। মোঃ রফিকুল ইসলাম, পিতা- মৃত মোঃ রুস্তম আলী, গ্রাম- দক্ষিণ মিঠাখালী, পোস্ট অফিস- মঠবাড়িয়া (পোস্ট কোড- ৮৫৬০), উপজেলা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর।
১৩। মোঃ নেহেদ আলী, পিতা- মোঃ মসলেম আলী, গ্রাম- জিয়ারাখী, পোস্ট অফিস- বরিয়া (পোস্ট কোড- ৭০০০), উপজেলা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া।
১৫। বকুল চন্দ্র রায়, পিতা- দীনেশ চন্দ্র রায়, গ্রাম- হরকলি ঠাকুরপাড়া, পোস্ট অফিস- পাগলাপীর, (পোস্ট কোড- ৫৪০০), উপজেলা- রংপুর সদর, জেলা- রংপুর।
১৬। মোঃ বায়েজিদ ইসলাম, পিতা- মোঃ আব্দুস সবুর, গ্রাম- ভেকুটিয়া, পোস্ট অফিস- ভেকুটিয়া (পোস্ট কোড- ৭৪০০), উপজেলা- কোতয়ালী, জেলা- যশোর।
১৭। পলাশ দাস, পিতা- নরেশ দাস, গ্রাম- কাটিয়ারা, পোস্ট অফিস- মাধবপুর (পোস্ট কোড- ৩৩৩০), উপজেলা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ।