|

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ১৩/০৭

Deadline: 13 Jul 2023

Apply: http://bhdc.gov.bd/

আবেদন শুরুঃ ১ জুলাই ২০২৩

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-এর ০৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দের 122.00.0000.002.11.038.16.381 নং স্মারকমূলে প্রদত্ত ছাড়পত্রে বর্ণিত শর্ত মোতাবেক এবং মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা-এর ০৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দের 12.01.0000.112.99.০০১.২২.১০৩ নং স্মারক মোতাবেক বান্দরবান পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (কৃষি সম্প্রসারণ বিভাগ) রাজস্ব খাতভুক্ত ৩য় ও ৪র্থ শ্রেণীর নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শর্তাবলী 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.bhdc.gov.bd -তে প্রবেশ করে অভ্যন্তরীণ ই-সেবায় “অনলাইন চাকরি আবেদন” অপশনে অথবা http://www.bhdc.eservicebd.com প্রবেশ করে Online-এর মাধ্যমে চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী ১৩ জুলাই, ২০২৩ তারিখ বিকাল ০৪:০০টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনলাইন আবেদন দাখিল শুরুর তারিখ ০১/৭/২০২৩ খ্রিঃ। লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে না।

Online আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel / 5 × 5 সে.মি. এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB-এর মধ্যে হতে হবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি Application ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant Copy ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন ।

অনলাইনে আবেদন করার নিয়মাবলী 

Online আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel / 5 × 5 সে.মি. এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB-এর মধ্যে হতে হবে।

নির্ভুলভাবে আবেদনপত্র Submit করার পর প্রার্থী একটি Application ID সহ ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant Copy ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন ।

আবেদন Submit করার ৭২ ঘণ্টার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৩য় শ্রেণির পদের জন্য (১১-১৬ নং গ্রেডভুক্ত) প্রতি আবেদনে প্রদেয় ৪৪৬ টাকা (৪০০ টাকা ও সার্ভিস চার্জ ৪৬ টাকাসহ) এবং ৪র্থ শ্রেণি (১৮- ২০ নং গ্রেডভুক্ত) পদের প্রার্থীদের জন্য প্রদেয় ২৮০ টাকা (২৫০ টাকা ও সার্ভিস চার্জ ৩০ টাকাসহ) (অফেরতযোগ্য) নিম্নোক্ত নির্দেশনা অনুযায়ী বিকাশ-এর মাধ্যমে জমা দিতে হবে। পরীক্ষার ফি জমা দেয়া না হলে কোন অবস্থাতেই আবেদনপত্র গৃহীত হবে না। Application ID ও Mobile number দিয়ে প্রার্থী নিজস্ব তথ্য উক্ত ওয়েব সাইট লিংক থেকে পুনরুদ্ধার করতে পারবেন।

আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয় অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীর নাম ও রোল নম্বর ২০২৩

বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া 

  • ১ম ধাপ : ডায়াল *২৪৭#
  • ২য় ধাপ : Payment অপশন বেছে নিন
  • ৩য় ধাপ: বিকাশ মার্চেন্ট একাউন্ট- 01716-122290
  • ৪র্থ ধাপ : টাকার পরিমাণ
  • ৬ষ্ঠ ধাপ : রেফারেন্স/তথ্যসূত্র হিসেবে আপনার আবেদন নম্বরটি দিন
  • ৭ম ধাপ : কাউন্টার নম্বর হিসেবে ০ দিন
  • ৮ম ধাপ : লেনদেন নিশ্চিত করতে PIN নম্বর প্রবেশ করুন : XXXX (বিকাশ থেকে প্রাপ্ত SMSটি সংরক্ষণ করুন। পরবর্তীতে যেকোন সমস্যা সমাধানের জন্য বিকাশ থেকে প্রাপ্ত Transaction IDটি প্রয়োজন হবে)।
  • ৯ম ধাপ : www.bhdc.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে http://www.bhdc.eservicebd.com থেকে Payment status পুনঃ চেক করে নিন। চেক করার নিয়ম : Application ID → আবেদনকারীর মোবাইল নম্বর → পেমেন্টের মাধ্যম (বিকাশ) → Transaction ID → Submit করে আপনার আবেদন/পেমেন্ট নিশ্চিত করুন।

নিয়োগ সংক্রান্ত বিধিমালা

শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার বজায় থাকবে। অসম্পূর্ণ ও ত্রুটিযুক্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০২ সেপ্টেম্বর, ২০২১ তারিখের ০৫.00.0000.170.11.১০৭.২০ ১৫৪ নং স্মারকমূলে জারিকৃত পরিপত্র মোতাবেক প্রার্থীর বয়সসীমা ১৩/০৭/২০২৩ খ্রিস্টাব্দে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। মুক্তিযোদ্ধা পোষ্য কোটা, উপজাতীয় কোটা এবং অন্যান্য সকল কোটার প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।

এ নিয়োগ প্রক্রিয়ায় উপজাতীয় ও অ-উপজাতীয় স্থায়ী অধিবাসীদের বয়স শিথিল সংক্রান্ত প্রচলিত সরকারী নীতিমালা অনুসরণ করা হবে।

সরকারী/আধা-সরকারী প্রতিষ্ঠানসমূহে কর্মরত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কপি দাখিল করতে হবে।

মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত সনদপত্রাদি (মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি) দাখিল করতে হবে : (ক) সদ্য তোলা পাসপোর্ট আকারের ০৩ (তিন) কপি রঙিন ছবি, (খ) শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ সংক্রান্ত সকল সনদপত্র, (গ) পৌরসভা/ইউ.পি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, (ঘ) অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে), (ঙ) কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত মুক্তিযোদ্ধা পোষ্য সনদপত্র/আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সনদপত্র/এতিম ও প্রতিবন্ধী সনদপত্র, (চ) বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ বোমাং সার্কেল চীফ/জেলা প্রশাসকের প্রদত্ত সনদপত্র, (ছ) জাতীয় পরিচয়পত্র এবং (জ) জন্ম নিবন্ধন সনদ।

বিঃ দ্রষ্টব্য : সকল সনদপত্র (ফটোকপি) অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার নামযুক্ত সীলমোহর থাকতে হবে।

আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ে যাদের আবেদনপত্র সঠিক বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করার লক্ষ্যে মোবাইল মেসেজ দেয়া হবে। তাই প্রার্থীগণকে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে । অতঃপর সংশ্লিষ্ট প্রার্থীগণকে Application ID এবং পাসওয়ার্ড ব্যবহার করে নিজ উদ্যোগে স্ব-স্ব ইন্টারভিউ কার্ড ডাউনলোড/রঙিন কপি প্রিন্ট করে লিখিত পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনপত্রে কোনো অসত্য তথ্য পরিবেশন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

লিখিত পরীক্ষার তারিখ ও সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে। লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। ১২ । নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *