Akash Kade Batash Kade Lyrics (আকাশ কাঁঁদে বাতাস কাঁদে) Sonu Nigam in 2023 Best Song

Akash Kade Batash Kade Lyrics (আকাশ কাঁঁদে বাতাস কাঁদে) Sonu Nigam in 2023 Best Song  :

আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন,
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ – বিআরটিএ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

তোমার ঘরে প্রদীব জ্বলে
আমি অন্ধকারে
প্রেমের আলো ছড়িয়ে আছে
আমার চারিদ্বারে।
এমনি করে কাটিয়ে দেব
আমার এই জীবন,
আমার এ জীবন।
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

তোমার বুকে সুখের নদী
আমার বুকে ঢেউ
কত ব্যাথা লুকিয়ে আছে
জানবেনা তা কেউ
এই যে ব্যাথা শেষ হবেনা
না হলে মরণ,
না হলে মরণ।
আকাশ কাঁদে বাতাস কাঁদে
কাঁদে আমার মন
তোমায় ভালোবেসে কাঁদে
আমার দুনয়ন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *