Bondhure Tor Buker Vitor Lyrics (বন্ধুরে তোর বুকের ভেতর) FA Sumon | Shilpi Bishwas

Bondhure Tor Buker Vitor Lyrics (বন্ধুরে তোর বুকের ভেতর) FA Sumon :

বন্ধুরে তোর বুকের ভিতর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর
বন্ধুরে তোর বুকের ভিতর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর
সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,
হইবো যাযাবর রে
সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,
হইবো যাযাবর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর।

বুকের পাঁজর দিয়ে বুনা,
তুই যে আমার বাঁবুই সোনা,
টাকা দিয়ে যায়না কেনা
পিড়িতের বন্ধন,
বুকের পাঁজর দিয়ে বুনা,
তুই যে আমার বাঁবুই সোনা,
টাকা দিয়ে যায়না কেনা
পিড়িতের বন্ধন,
ও মায়ার ডোরে মন বান্ধিয়া,
হইয়া গেছি তোররে
হইয়া গেছি তোর।
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর।
ও বন্ধুরে… হো…. ও বন্ধুরে

ভালোবাসা দিয়ে বায়না
গরেছি এই মনের আয়না
চোখে-চোখে লেনাদেনা
করবো জনম ভর
ভালোবাসা দিয়ে বায়না
গরেছি এই মনের আয়না
চোখে-চোখে লেনাদেনা
করবো জনম ভর
ও মায়ার ডোরে মন বান্ধিয়া
হইয়া গেছি তোররে…
হইয়া গেছি তোর
সখের বসে বানায়াছি,
আমার বসত বাড়ি-ঘর।

বন্ধুরে তোর বুকের ভিতর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর
বন্ধুরে তোর বুকের ভিতর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর
সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,
হইবো যাযাবর রে
সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,
হইবো যাযাবর
সখের বসে বানায়াছি আমার
বসত বাড়ি-ঘর।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *