Onek Kore Pabo Lyrics (অনেক করে পাবো) Rono Mojumder

Onek Kore Pabo Lyrics by Rono Mojumder:

Onek Kore Pabo Lyrics Is a Bangla Song. This Song Is Sung By Rono Mojumder. This Song’s Lyrics and Tune were Created By Prakash Rono Mojumder.
Song – Onek kore Pabo
RONO MOJUMDER (Vocal, Lyrics & Tune)|
Rafat – Guitar
Mehedi -Drums
Muki – Bass
Guest Appearance: Tilok (Guitar)
Mixing & Mastering: Shochi Shams

Onek Kore Pabo Song Lyrics in Bengali:

অনেক করে পাবো
তোমার অনেক বেশি হবো,
অনেক করে পাবো
তোমার অনেক বেশি হবো,
হাত টা ধরে, পথ টা ভুলে
মনের কথা কবো,
হাত টা ধরে, পথ টা ভুলে
মনের কথা কবো।
অনেক করে পাবো
তোমার অনেক বেশি হবো,
অনেক করে পাবো
তোমার অনেক বেশি হবো।
দিনভর মেঘে ঢাকা
নেমে এলো যে সন্ধ্যা,
শিশির ভেজা মাঠে
খালি পায়ে চেপে ঘাস টা,
দিনভর মেঘে ঢাকা
নেমে এলো যে সন্ধ্যা,
শিশির ভেজা মাঠে
খালি পায়ে চেপে ঘাস টা।
খোঁজে ফিরে ক্লান্ত
দিনের পড়ন্ত সূর্য।
ও..ওওওওও..
নীরব নিস্তব্ধ ম্লান চাঁদের আলোয়
অস্তিত্ব পেয়ে কাঁপায়,
কুয়াশায় ঘেরা শীতের রাতে তারার খেলায়,
ডুবে যায় তোমার ভাবনাই,
নীরব নিস্তব্ধ ম্লান চাঁদের আলোয়
অস্তিত্ব পেয়ে কাঁপায়,
কুয়াশায় ঘেরা শীতের রাতে তারার খেলায়,
ডুবে যায় তোমার ভাবনাই।
বৃষ্টি হয়ে ঝরে যাই
আকাশের বুকে জমা মেঘ।
বৃষ্টি ভেজা রাতে আমি তোমায় নিয়ে যাবো
যতগুলো কথা হয়নি বলা তোমাকেই বলে দেবো
স্বপ্নিল এই পৃথিবীকে আজ তোমার রঙে রাঙাবো
অনেক দূরের আকাশপথে তোমায়~ নিয়ে হারাবো।

অনেক করে পাবো লিরিক্স – রণ মজুমদার

onek kore pabo
tomar onek beshi hobo
hat ta dhore poth ta vule
moner kotha kobo.
onek kore pabo
tomar onek beshi hobo
onek kore pabo
tomar onek beshi hobo.
dinvor meghe dakha
neme elo je sondha
sishir veja mathe
khali paye chepe ghasta.
khoje fire klanto
diner poronto surjo.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *