Amar Photocopy Kora Sheet Lyrics (আমার ফটোকপি করা সিট) Raihan Rahee

 

Amar photocopy kora sheet lyrics By Raihan :

আমার ফটোকপি করা সিট লিরিক্স রায়হান গানের তথ্য: গানের শিরোনাম: 101 ভোকাল: রায়হান রাহী লিরিক, কম্পোজ এবং গিটার: রায়হান রাহী।

Song Info:
Song Title: 101 , Amar photocopy kora sheet
Vocal: Raihan Rahee
Lyric, Compose & Guitar: Raihan Rahee

Amar photocopy kora sheet lyrics By Raihan Rahee:

 

Amar Photocopy Kora Sheet Lyrics in Bangla :

আমায় ভুলে যাওয়া সহজ নয়
যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা

কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা
আমাকে ছাড়া সবই-
চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম
মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর

বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট
আমাকে ভুলে যাওয়া সহজ নয়
যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে- মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়
আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো, ভুলে যাওয়া সোজা নয়

আমার ফটোকপি করা শিট

আমার বাসের লাস্ট সিট
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ
সায়ানোফাইটিক ইট
আমার চিনি বেশি দেয়া চা
আমার ফোনে যান্ত্রিক মা
আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত
মুখে হাসি বুকে ঘা
আমার অমনোযোগী ক্লাসরুম
আমার মগজে নষ্ট ধুম
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার
লাশের মোড়কে ঘুম
আমার প্রেমে ডুবে থাকা নারী

আমার বুমেরাং আহাজারি
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ
কবিতার মহামারী
আমার বর্ষার ভাঙা ছাতা
আমার পেইজ শেষ হওয়া খাতা
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া
শিমুলের ঝরা পাতা
আমার সাধুর আসরে গান
আমার জোড়াতালি দেয়া প্রাণ
আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর
মিছিলের অভিযান

আমার কলমের কালি শেষ
আমার স্বজাতি আমার দেশ
আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার
অস্থির জম্পেশ
আমার পিংক ফ্লয়েডের সলো
আমার মেঘদলও খুব ভালো
আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসিমুখে ছিলো
আমার ধূলাবালি জমা বই
আমার বন্ধুরা সব কই
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর
রাতের আড়ালে রই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *