Bolo Amay Kokhono Chere Jabena lyrics (বলো আমায় কখনো ছেড়ে যাবেনা) Mahtim Shakib
Bolo Amay Kokhono Chere Jabena lyrics By Mahtim Shakib :
Song Information :
Song: Bolo Amay Kokhono Chere Jabena
Directed by: Ponir Khan
Singer: Mahtim Sakib
Music Arrangement: MMP Rony
Lyric: Mehedi Hasan Limon
Tune: Asif Shahriar
Cast: Musfiq R Farhan & Tania Bristy
AD: Saurav Niloy
Music Label: Max Bag Entertainment
Bolo Amay Kokhono Chere Jabena lyrics By Mahtim Shakib :
বলো আমায় কখনো ছেড়ে যাবেনা
এই হাত দুটি আলাদা করে দেবেনা,
বলো আমায় কখনো ছেড়ে যাবেনা
এই হাত দুটি আলাদা করে দেবেনা।
না না আমি কোনো কিছু চাই না
তুমি হলে আমার আর কিছু লাগেনা।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
একটু কাছে পাবার আশায়
ধরি কত শত বাহানা
দিন কি রাঁত আমার তুমি ছাড়া
এক মুহুত্ কাটেনা। (x2)
কোন কিছুই একা আর ভালো লাগে না
মনে মনে তুমি আর কেউ থাকে না
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
মনরে কেমন সারাটি খন
ভাবে তোমায় আনমনে
পাবে জীবন যতটা সময়
আগলে রবো যতনে। (x2)
না না আমি কোনো কিছু চাই না
তুমি হলে আমার আর কিছু লাগেনা।
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া ভাবতে পারি না,
আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না
আমি তোমায় ছাড়া থাকতে পারি না।
More Lyrics: Amar Bondhu Chikon Kaliya Deikho Asia Lyrics