Jete Jete Pothe Purnima Rate Lyrics (যেতে যেতে পথে পূর্নিমা রাঁতে) Rabindra Songit

সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা
সেই স্মৃতিটুকু কভু খনে খনে
যেন জাগে মনে ভুলোনা
ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা

সেদিন বাতাসে ছিলো তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
সেদিন বাতাসে ছিলো তুমি জানো
আমারি মনের প্রলাপ জড়ানো
আকাশে আকাশে আছিলো ছড়ানো
তোমার হাসির তুলনা
ভুলোনা ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে
ফুলডোরে বাঁধা ঝুলনা

যেতে যেতে পথে পূর্ণিমা রাতে
চাঁদ উঠেছিলো গগনে
দেখা হয়েছিলো তোমাতে আমাতে
কি জানি কি মহালগনে
চাঁদ উঠেছিল গগনে
যেতে যেতে পথে পূর্ণিমারাতে
চাঁদ উঠেছিলো গগনে
দেখা হয়েছিলো তোমাতে আমাতে
কি জানি কি মহালগনে
চাঁদ উঠেছিলো গগনে

এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার
এখন আমার বেলা নাহি আর
বহিব একাকী বিরহের ভার-
বাঁধিনু যে রাখী পরানে তোমার
সে রাখী খুলো না, খুলো না
ভুলোনা ভুলোনা ভুলোনা
সেদিন দুজনে দুলেছিনু বনে,
ফুলডোরে বাঁধা ঝুলনা

More Lyrics: Ohe Ki Korile Bolo Paibo Tomare Lyrics ( ওহে কি করিলে বলো পাইবো তোমারে) Borno Chakraborty

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *